রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্র ঘিরে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
কুষ্টিয়ায় সরকারি কলেজ
expand
কুষ্টিয়ায় সরকারি কলেজ

কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার একঘন্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘন্টা পর্যন্ত এই ধারা কার্যকর থাকবে। এসময় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম।

জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪ ধারার আওতায় পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, লাঠি, অস্ত্র বহন, ফটোকপি মেশিন ও কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকবে। এছাড়া মোবাইল ফোন, ক্যামেরাসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কুষ্টিয়ায় ১৬টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রে গুলো হলো- চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাই স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউট, কুষ্টিয়া সরকারি সেন্টাল কলেজ, কুষ্টিয়া সরকারি গালর্স হাই স্কুল, কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল, সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দ মাসুদ রুমী কলেজ, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X