

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় জিরার চালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল শায়েস্তাগঞ্জ থানাধীন নসরতপুর রেলক্রসিংয়ের সামনে ঢাকা–সিলেট মহাসড়কের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৬৪০ কেজি।
ডিবি সূত্র জানায়, উদ্ধারকৃত জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানি করা হয়েছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই জিরার চালানটির সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মালামাল ও গ্রেফতার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
