রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (৯ জানুয়ারি) বলেছেন, দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাকে সন্তুষ্ট করছে না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতাদের উপর হামলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত নয়। রাজনৈতিক সহিংসতা চলছেই এবং এতে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আতঙ্কিত।”

মির্জা ফখরুল আরও জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ওপর সরাসরি প্রভাব ফেলবে না। তিনি বলেন, “অনন্যা ছাত্র সংগঠনের ছাত্ররা আগে কার্যক্রম চালিয়েছে, কিন্তু ছাত্রদলের কিছু কর্মী এই সময় কার্যক্রমে অংশ নিতে পারেনি।”

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফরের প্রসঙ্গে মহাসচিব বলেন, এটি ব্যক্তিগত সফর। দেশে ফিরে তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের কবর জিয়ারত করবেন। ঢাকায় তার আগের সফরে লাখ লাখ মানুষের উপস্থিতি ছিল। জেলা পর্যায়ে সফরও নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলাল এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X