রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির প্রার্থীদের শীর্ষে জয়নুল ও সরোয়ার, স্ত্রীর নামে বেশি সম্পদ সান্টুর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
বরিশালের বিএনপি মনোনীত প্রার্থীরা
expand
বরিশালের বিএনপি মনোনীত প্রার্থীরা

দল ক্ষমতায় না থাকলেও বরিশালে বিএনপির প্রার্থীদের আয় ও সম্পদ বেড়েছে কয়েকগুণ। কারও বার্ষিক আয় দ্বিগুণ হয়েছে, কারও বেড়েছে কোটির অঙ্কে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে বরিশাল-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের। এরপর রয়েছেন পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে—

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া): জহির উদ্দিন স্বপন

এই আসনে বিএনপির প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৮৮ হাজার ৩৬০ টাকা। এর মধ্যে কোম্পানি থেকে সম্মানী বাবদ আয় ১০ লাখ ৮০ হাজার টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৮৯ লাখ ৪৮ হাজার ৫৯ টাকা এবং পুত্রের আয় ৬ লাখ ৫৯ হাজার ২২৫ টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে স্বপনের নিজের রয়েছে ১ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ৮৬০ টাকা, স্ত্রীর ২ কোটি ১৩ লাখ ৩৬ হাজার ৭৯৬ টাকা এবং ছেলের ৩৯ লাখ ৯৮ হাজার ৭৬৮ টাকা। স্থাবর সম্পদ হিসেবে তার নিজের ও পৈতৃক সম্পদের মূল্য দেখানো হয়েছে ২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া): সরদার সারফুদ্দিন আহমেদ সান্টু

এই আসনের বিএনপি প্রার্থী সরদার সারফুদ্দিন আহমেদ সান্টু হলফনামায় নিজের কোনো আয়ের তথ্য দেখাননি। তবে তার স্ত্রীর নামে বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে। সান্টুর নিজের অস্থাবর সম্পদ ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৭৭৩ টাকা এবং স্ত্রীর অস্থাবর সম্পদ ৯৫ লাখ ৪৬ হাজার ১৪৫ টাকা।

স্থাবর সম্পদ হিসেবে তার স্ত্রীর নামে ৫৬ শতাংশ জমি, একটি বাড়ি, পাঁচটি অ্যাপার্টমেন্ট ও একটি পেট্রোলপাম্পসহ মোট ৮ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা মূল্যের সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি তার ছেলের নামেও তিনটি অ্যাপার্টমেন্টসহ ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ): অ্যাডভোকেট জয়নুল আবেদীন

এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মোট সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি। তার স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

হলফনামা অনুযায়ী, তার ব্যাংক হিসাবে জমা রয়েছে ১ কোটি ২৮ লাখ ৭ হাজার ৪৬৫ টাকা। বার্ষিক আয় দেখিয়েছেন ৭০ লাখ ৫৬ হাজার ৬১৭ টাকা। এর মধ্যে বাড়িভাড়া ও আইন পেশা থেকে আয়ের অংশ বেশি। ঢাকাসহ বিভিন্ন স্থানে তার মালিকানায় ফ্ল্যাট, জমি ও উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ): রাজিব আহসান

এই আসনে বিএনপির প্রার্থী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৬০ হাজার টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা, শেয়ার ও স্বর্ণালংকারসহ মোট প্রায় ৮৩ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। তবে নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন।

বরিশাল-৫ (সদর উপজেলা ও সিটি করপোরেশন): মজিবর রহমান সরোয়ার

পাঁচবারের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৯৩৯ টাকা। তার অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ৯৫৪ টাকা এবং স্থাবর সম্পদ ৩ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ৫৬২ টাকা। ঢাকায় ও বরিশালে একাধিক ফ্ল্যাট ও জমির মালিকানার তথ্য রয়েছে। তবে স্ত্রী ও সন্তানের সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ করেননি তিনি।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খান

এই আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ২৩ লাখ ৪৩ হাজার ৪৫৮ টাকা। তার নিজের অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৮৫৫ টাকা। স্থাবর সম্পদ হিসেবে ঢাকাসহ বিভিন্ন এলাকায় দোকান, ভবন ও জমিসহ মোট ১ কোটি ৭৩ লাখ ১ হাজার ৬২০ টাকার সম্পদের তথ্য দিয়েছেন তিনি। তার স্ত্রীর নামেও ৩২ লাখ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তির তথ্য রয়েছে।

হলফনামা অনুযায়ী, বরিশালের ছয় আসনে বিএনপির প্রার্থীদের আয় ও সম্পদের চিত্রে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। নির্বাচনী প্রচারে এসব তথ্য ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X