রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ঢাকামুখী বাস–ট্রাক সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম
দুর্ঘটনা কবলিত বাস
expand
দুর্ঘটনা কবলিত বাস

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকামুখী একটি বাস একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার নিমতলা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিকে যাত্রাকালে বাসটি সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাসে থাকা একাধিক যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। উদ্ধার কার্যক্রম শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X