রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) এবং ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর ধাক্কা খেয়ে বিপরীতমুখী ঢাকামুখী একটি মাইক্রোবাসে আঘাত করে। এতে বাস উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হলেও, রাত ১২টা পর্যন্ত যানজট পরিস্থিতি চলছিল।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X