

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় দুইশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী পইল মাছের মেলা। পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই মেলা বসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল, কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় আকারের মাছ। প্রতি বছর লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের জন্মভূমি হিসেবে পরিচিত পইল গ্রামেই দীর্ঘদিন ধরে এই মাছের মেলার আয়োজন হয়ে আসছে। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নানা বয়সী মানুষ মেলায় অংশ নিতে আসেন।
মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আয়োজকরা জানান, মেলায় কোনো ধরনের জুয়া বা অপ্রীতিকর কার্যক্রমের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে মেলার দোকানিদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা আদায় করা হবে না। কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
দুই শতাধিক বছরের ঐতিহ্য বহনকারী এই মাছের মেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য করুন
