রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পরিবর্তন হলেও দুর্ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি: রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি
expand
ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার আর দুই মাস পর ১৩ বছর পূর্ণ হবে, অথচ শততম ধার্য তারিখেও মামলার চার্জশিট দিতে পারেনি রাষ্ট্র। এটি বিচারহীনতার নগ্ন উদাহরণ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাষঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার বিচারহীনতার ১৫৪ মাস পূর্তি উপলক্ষে হত্যার বিচারের দাবিতে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রফিউর রাব্বি বলেন, “রাজধানীতে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সেই হত্যার অভিযোগপত্র তৈরি হয়েছে। অথচ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হতে চললেও শততম তারিখেও চার্জশিট দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা সরকার বিচার বিভাগ যেভাবে ধ্বংস করে রেখে গেছে, তার বিদায়ের পরও তাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তখন যেভাবে বেছে বেছে বিচার করা হতো, এখনও ঠিক একইভাবে বেছে বেছে বিচার করা হচ্ছে। শেখ হাসিনা শামীম ওসমানকে রক্ষা করতে সাড়ে এগারো বছর ধরে এই বিচার বন্ধ করে রেখেছিলেন। সরকার পরিবর্তন হলেও সেই দুর্ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।”

চব্বিশের গণঅভ্যুত্থান প্রসঙ্গে রাব্বি বলেন, “এই গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু অভ্যুত্থানের পর বৈষম্য আরও বেড়েছে। ধর্মীয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ভিন্নমত দমনে একটি উগ্রবাদী গোষ্ঠী হিংস্র হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, অথচ তা দমনে সরকারের কোনো কার্যকর ভূমিকা নেই।”

তিনি বলেন, “সরকার সংস্কারের কথা বলছে, অথচ ১৭ মাসেও একটি চার্জশিট দিতে পারেনি, একটি বিচার নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি, তনু হত্যাসহ বহু আলোচিত মামলার বিচার যেখানে ছিল, সেখানেই পড়ে আছে। যে সংস্কারে জনগণের কোনো উপকার হবে না, রাষ্ট্রে কোনো পরিবর্তন আসবে না—সে সংস্কারের প্রয়োজন কী?”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেড় মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যে গণতন্ত্র ও সুশাসনের জন্য মানুষ রাস্তায় নেমেছিল, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। শেখ হাসিনা সরকার দুশাসন প্রতিষ্ঠা করেছিল, বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা জনকল্যাণ ও মানবকল্যাণে সুশাসন প্রতিষ্ঠা করবে এবং ত্বকী, সাগর-রুনি, আশিক, ভুলু ও চঞ্চলসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে।”

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সমন্বয়ক উপদেষ্টা দুলাল সাহা, সিপিবি জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, ভবানী শংকর রায়, সুজন জেলা আহ্বায়ক ধীমান সাহা জুয়েল, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্চল দাস, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা সমাজ জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, ফাহমিদা আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল আকাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X