রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেলানী হত্যার বিচার দাবিতে এনসিপির আধিপত্যবিরোধী বিক্ষোভ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ
expand
আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে যশোরে আধিপত্যবিরোধী মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিচারহীনতার প্রতিবাদ এবং ফেলানী হত্যার ন্যায়বিচারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে দলের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের ৮ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী নির্মমভাবে নিহত হন। ঘটনার ১৫ বছর পেরিয়ে গেলেও আজও এ হত্যার ন্যায়বিচার নিশ্চিত হয়নি, যা অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।

বক্তারা আরও বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ফেলানী হত্যাসহ সকল সীমান্ত হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা আধিপত্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্তে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X