রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
নিহত রডমিস্ত্রী হিমেল
expand
নিহত রডমিস্ত্রী হিমেল

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সখীপুর-কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার কাউচিচালা এলাকায় তার নানীর বাড়িতে থেকে রডমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও হিমেলসহ ১০ জন শ্রমিক ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড উপরে তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X