রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নামেই সরকারি ধামরাই হার্ডিঞ্জ বিদ্যালয়

ঢাকা (ধামরাই) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
ধামরাই হার্ডিঞ্জ বিদ্যালয়
expand
ধামরাই হার্ডিঞ্জ বিদ্যালয়

ধামরাই হার্ডিঞ্জ বিদ্যালয় নামেই সরকারি। বিন্দুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থীকে ভর্তি ফি গুনতে হচ্ছে নগদ পাঁচ হাজার টাকা। প্রতিমাসের বেতন দিতে হচ্ছে ১৭০ টাকা। সেই সঙ্গে উন্নয়ন ফি তিন হাজার টাকা। অথচ পাশের উপজেলা সাভারে অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি ফি ১৪০০ টাকা। বেতন ১৮ টাকা। সন্তানদের শিক্ষা ব্যয় নিয়ে চরমভাবে বিপাকে পড়েছেন

স্বল্প আয়ের দরিদ্র ও অসহায় অভিভাবকরা। তারা সন্তানদের লাগামছাড়া এমন ভর্তি ফি, উন্নয়ন ফি যোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে পদাধিকার বলে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ধামরাই ইউএনওর কাছে কিছু বলা যেন অরণ্যে রোদন। তার কাছে গেলে তিনি তাদের কোন কথা শোনেননি বলে অভিযোগ ভুক্তভোগী অভিভাবকদের। সপ্তম শ্রেণির ওয়াই ওয়াহিদ ইসলামের বাবা ইসমাইল হোসেন, দশম শ্রেণির মাসুমা আক্তার মিথিলার অভিভাবক তুহিন মাহমুদ ও ছাবাবা আফরিনের বাবা সাব্বির হোসেন জনি বলেন, আমরা সন্তানদের পড়ালেখার বায় নিয়ে বিপাকে পড়ে গেছি। প্রতিবছরই সন্তানদের ভর্তি ফি গুনতে হয় পাঁচ হাজার টাকা। মাসিক বেতন ১৭০ টাকা এবং দিতে হয়

উন্নয়ন ফি-র নামে আরও তিন হাজার টাকা।

এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ধামরাইয়ের ইউএনও খান সালমান হাবিবের কাছে গেলে তিনি কিছুই করতে পারবেন না বলে সাফ সাফ জানিয়ে দেন। অথচ পাশের উপজেলা সাভারের অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি ফি ১৪০০ টাকা এবং মাসিক বেতন ১৮ টাকা। এখানে নেওয়া হয় না কোনো উন্নয়ন ফি। বিষয়টি আমলে নেননি উপজেলার অভিভাবক ইউএনও খান সালমান হাবিব। আমরা নিরাশ হয়ে তার দপ্তর থেকে ফিরে আসি।

এ ব্যাপারে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জুলেখা বেগম শিক্ষার্থীদের ভর্তি ফি ও বেতন বিষয়ে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের বিষয় অস্বীকার করে বলেন, আমাদের বিদ্যালয়টি নামেই সরকারি। কাজে-কর্মে নয়। আমরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না। তাই বেসরকারি স্কুলের নিয়মেই শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি, উন্নয়ন ফি ও বেতন আদায় করছি।

এ ব্যাপার ইউএনও খান সালমান হাবিব বলেন, পূর্ববর্তী রেজুলেশনের ভিত্তিতে অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতই হার্ডিঞ্জ সরকারি স্কুলের ভর্তি ফি ও বেতন এবং উন্নয়ন ফি আদায় করা হচ্ছে। নতুন করে আমি এতে কোনো ধরনের হস্তক্ষেপ করিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X