

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
সময় উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, বিনা অনুমতিতে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে হারুয়ালছড়ি এলাকার মো. কামালকে (৪৪) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডের টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
মন্তব্য করুন
