

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে তিনি জানান,আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে কলনিপাড়া মাঠ থেকে ভারতীয় ১৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বুধবার(০৭ জানুয়ারি) রাতে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকা থেকে ভারতীয় ২৪ বোতল মদ এবং ওইদিন দুপুরে কাজীপুর বর্ডার পাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ কেজি জিরা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করা হয়েছে এবং অন্যান্য চোরাচালানী মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়,কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
