

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের যতারপুর গ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ২ রাউন্ডগুলি ও ম্যাগজিনসহ চিহ্নিত সন্ত্রাসী ও শীর্ষ অনলাইন জুয়াড়ি বিল্লাল হোসেন কে আটক করেছে।
আটক বিল্লাল হোসেন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও শীর্ষ অনলাইন জুয়াড়ী হিসেবে পুলিশের তালিকা ভুক্ত।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী মেহেরপুর ক্যাম্পের মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে একটি টহল দল বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও অনলাইন জোয়ার এজেন্ট বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে অস্ত্রসহ। পরে সেনাবাহিনী মুজিবনগর থানায় তাকে হস্তান্তর করে গেছেন। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
