

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকার কৃতী সন্তান মাসুদ রানা।
মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর (২০১৯–২০২০ শিক্ষাবর্ষ) নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়, সুস্থ ছাত্ররাজনীতি চর্চা এবং সহনশীল ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তিনি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছেন।
তিনি জুলাই বিপ্লবের রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্বমূলক ভূমিকা রাখেন, যেটি শিক্ষার্থীদের মধ্যে তাকে ব্যাপকভাবে পরিচিত করে তোলে।
এ বিষয়ে ‘আপ বাংলাদেশ’ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার বলেন, মাসুদ রানার এই বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি ন্যায়ের পক্ষে ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি বড় অর্জন। তিনি সততা, মেধা ও নেতৃত্বগুণ দিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রসমাজের আস্থা অর্জন করেছেন।
জকসুতে তার মতো একজন দায়িত্বশীল ও প্রতিবাদী কণ্ঠস্বর শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তার এই সাফল্যে সাতক্ষীরা জেলার শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন
