রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আওয়ামী লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
গ্রেফতারকৃতের নাম তারিকুল ইসলাম তারেক
expand
গ্রেফতারকৃতের নাম তারিকুল ইসলাম তারেক

বরিশালের বানারীপাড়া উপজেলায় পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম তারিকুল ইসলাম তারেক। তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে একটি পাইপগান, ৮টি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত তারিকুল ইসলাম তারেককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তারিকুল ইসলাম তারেক ২০১১ সালে অনুষ্ঠিত সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে পরাজিত হন। এ ঘটনায় বানারীপাড়া থানায় তারিকুল ইসলাম তারেকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X