রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
মালবাহী ট্রাক
expand
মালবাহী ট্রাক

যশোর শহরতলীর বাহাদুরপুর বাঁশতলা এলাকায় দ্রুতগতির মালবাহী ট্রাকের চাপায় জুলফিকার আলি শিপন (৪৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খালধার রোড এলাকার মৃত মোর্শেদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং কোতয়ালী থানাধীন হাশিমপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাশিমপুরের শ্বশুরবাড়ি থেকে বাইসাইকেলযোগে যশোর শহরের উদ্দেশ্যে রওনা দেন শিপন।

বাহাদুরপুর চিড়ার মিল সংলগ্ন বাঁশতলা এলাকায় পৌঁছালে রাস্তার ভাঙা খাদে পড়ে যান তিনি।

এ সময় পেছন দিক থেকে আসা আলুবোঝাই একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬১৭৮) তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ও হেলপার দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বারো বাজার হাইওয়ে পুলিশের কর্মরত এ এস আই মোঃ কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি বর্তমানে ঘটনাস্থলে আটক রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X