

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, ডা. ইকরামুল বারীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
এ জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিচারক শিমুল সরকারের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (৫ জানুয়ারি) মান্দা উপজেলার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ‘দোয়া মাহফিল ও শোক সভা’র ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী ধানের শীষের পক্ষে ভোট চান, যা নির্বাচনি অনুসন্ধানী কমিটির হাতে আসা ভিডিওতে প্রমাণিত হয়েছে।
এছাড়া তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিও প্রচার করা হয়েছে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।
শোকজ পাওয়ার বিষয়ে ডা. ইকরামুল বারী টিপু জানান, গত মঙ্গলবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া সভায় তিনি উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছেন।
ফেসবুকের ভিডিও প্রসঙ্গে তিনি দাবি করেন, সেগুলো তফসিল ঘোষণার আগের চিত্র। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্দিষ্ট সময়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেবেন বলে জানান।
মন্তব্য করুন

