

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় শ্রীনগর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জালাল এবং পাড়াতলী ইউনিয়নের ইকবাল নামের দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৭ জানুয়ারি) উপজেলার শ্রীনগর, পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব দেন। সেনাবাহিনী এবং জেলা পুলিশ নরসিংদীর একাধিক টিম যৌথভাবে অংশ নিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানাগুলোতে তল্লাশি চালায়।
অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়ন থেকে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী জালালকে হাতেনাতে আটক করা হয়। একইভাবে পাড়াতলী ইউনিয়নের একটি এলাকা থেকে ইকবাল নামের আরেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ, একাধিক মোবাইল ফোন ও যোগাযোগে ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এই চরাঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল।
অভিযানের পর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র জানিয়েছে, যৌথ অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে প্রশাসন।
মন্তব্য করুন
