

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন সীতাকুণ্ড উপজেলা যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।
দলীয় সূত্র জানায়, বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট নেতারা কেন্দ্রীয় যুবদলের কাছে লিখিত আবেদন করেন। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।
বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মন্তব্য করুন
