শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
বিপুল পরিমাণ মাদক ধ্বংস
expand
বিপুল পরিমাণ মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ আদালতের চলমান সাতটি মাদক মামলার আলামত হিসেবে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১০ হাজার ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯৬ বোতল ফেনসিডিল, ১৪৩ ক্যান বিয়ার, ১২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং ১০ হাজার ৫৯ পিস খেলনা টাকা।

এ সময় ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে, গাঁজা ও খেলনা টাকা আগুনে পুড়িয়ে এবং বিয়ার, ফেনসিডিল ও বিদেশি মদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে সহযোগিতা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, কোর্ট পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই ইসফাত আরা খানমসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X