

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার একটি বসতবাড়ীতে যৌথ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হলেন রামু উপজেলার গর্জনিয়া থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার বাসিন্দা নুর আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়া (২০।
পুলিশ সুত্রে জানা যায়,বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার নুর আহম্মদের বসত ঘরে যৌথ অভিযান চালানো হয়।
এসময় একটি দেশীয় এলজি, দুইটি পিস্তল, বিভিন্ন ধরনের গুলি, ধারালো অস্ত্র, মোবাইল সেট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার ও ডাকাত রহিমের সহযোগী বলে জানা যায়।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
