

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ডিসি পার্কে আগামী ৯ জানুয়ারি শুক্রবার থেকে হচ্ছে ফুল উৎসব। এই উৎসব চলবে ৯ জানুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
জানা যায়,উপজেলার ফৌজদারহাটে ১৯৪ একর জায়গার ওপর গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্ক। এক সময় এই ভূমিতে ছিল রেস্টুরেন্টসহ নানা স্থাপনা। মাদকের আড্ডাস্থল হিসেবেও পরিচিতি ছিল জায়গাটি। ২০২৩ সালের শুরুর দিকে নজরে পড়লে সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। গড়ে তোলা হয় নান্দনিক ডিসি পার্ক। ‘জলাশয় আর ফুলের রাজ্য’ যেখানের মূল আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আয়োজন করা হয় ফুল উৎসবের।
গত বছরও এই ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করে প্রশাসন। গত বছরের ফুল উৎসবে ১৩৬ প্রজাতির ফুলের সমারোহ ছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও অর্থাৎ ২০২৬ সালেও ডিসি পার্কে ফুল উৎসব করতে যাচ্ছে জেলা প্রশাসন। এবারের উৎসবে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
তিনি বলেছেন,প্রকৃতির বর্ণ, গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় জেলা প্রশাসন ডিসি পার্কে ৪র্থ বারের মতো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুলের সমারোহ ও বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে থাকছে আমাদের মাসব্যাপী আয়োজন।
পুষ্প কাননে জুড়িয়ে ভব প্রাণ,ছড়াও সাম্যের গান,এ প্রতিপাদ্যে ফুল উৎসবে ডালিয়া,চন্দ্রমল্লিকা, ম্যাগনলিয়া,শিউলি, হাসনাহেনা,অপরাজিতা, চেরী, জাকারান্ডা, উইলো, উইস্টেরিয়াসহ দেশি–বিদেশি ১৪০টি প্রজাতির চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬ এর আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,আগামী ৯ জানুয়ারী থেকে মাসব্যাপী এ আয়োজনকে আরো আকর্ষণীয় করতে ফুলের প্রদর্শনীর পাশাপাশি কয়েকটি সেলফি জোন ও চিত্রশিল্পীদের ২০০টি চিত্রকর্ম প্রদর্শনী।আগত দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থা থাকবে। বিনোদনপ্রেমীদের জন্য থাকবে সানসেট ভিউ পয়েন্ট, পিজিওন কর্নার, স্যুভেনির শপ, দিঘীতে কায়াকিংয়ের ব্যবস্থা,পানির ঝর্ণা। থাকবে ট্যুরিস্ট শেড, নামাজের ব্যবস্থা, বিভিন্ন ধরনের খাবারের স্টল। শিশু–কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, দোলনা, স্প্রিং টয়, মেরিগো রাউন্ড, দোলনা, প্লে পেন, ফুট ট্রাম্পোলাইনসহ থাকবে নানা আয়োজন।মাসব্যাপী এ ফুল উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পুরো ফুল উৎসবকে ঝাঁকজমকপূর্ণ করতে আয়োজন করা হবে মাল্টি কালচারাল বিশেষ আয়োজন ঘুড়ি উৎসব, ফায়ার ওয়ার্কস,ভায়োলিন শো, পুতুল নাচ, জাদু প্রদর্শনী। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা।
এ ছাড়া ১৯৪ একর এলাকাজুড়ে গড়ে উঠা ডিসি পার্কে তিনটি বিশাল আয়তনের পুকুর রয়েছে। আরো রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাটা চলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার ও পাবলিক টয়লেট।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন,মাসব্যাপী ফুল উৎসব ঘিরে নানা আয়োজন রয়েছে। ডিসি পার্কটিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে নানা কাজ করা হয়েছে। চিরায়ত বাংলার ঐতিহ্যকে উপজীব্য করেই সাজানো হয়েছে অনুষঙ্গগুলো। তবে গতবারের চেয়ে আরও অনেক বেশি আড়ম্বরপূর্ণ হবে এবারের উৎসব।
তিনি আরও বলেন, টিউলিপ, গোলাপসহ প্রায় সব রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক। লাল, হলুদের পাশাপাশি সাদা ও গোলাপি ফুলের সমারোহও উপভোগ করা যাবে ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবে।
মন্তব্য করুন
