শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রামে পুকুরে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
পুকুরে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
expand
পুকুরে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে ডুবে মুহীন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মিয়াজিটারী, টেপুরগাড়ী এলাকায় এ মৃত্যু ঘটনা ঘটে।

নিহত শিশু মুহীন ওই এলাকার রুমেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির বাইরে খেলতে যায় শিশু মুহীন। দীর্ঘ সময় পার হলেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি পুকুরে শিশুটির পায়ের স্যান্ডেল ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশুটিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X