শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে বাড়ির পাশ থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
নিখোঁজ গৃহবধূর মরদেহ
expand
নিখোঁজ গৃহবধূর মরদেহ

মেহেরপুর শহরে নিখোঁজের সাত দিন পর টগর খাতুন (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের কাশ্যবপাড়া এলাকার এনজিওকর্মী সেন্টু আহমেদের স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় কাশ্যবপাড়ায় নিহতের বাড়ির পাশের টিন দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর টগর খাতুন নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিহতের স্বামী সেন্টু আহমেদ জানান, নিখোঁজের দিন সন্ধ্যায় একটি ফোনকল পেয়ে তার স্ত্রী বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বামী সেন্টু আহমেদ মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X