

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লীতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবা দাস সরকার ছিলো। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্ত্বা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলেম সমাজের উপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে এরা মুলত ইসলাম বিদ্বেষী সরকার ছিলো।
বুধবার (৬ জানুয়ারি) পহরচাঁদা, কাকারা, সুরাজপুর-মানিকপুরের আলেম ওলামা,খতিব,ইমাম,মুয়াজ্জিন এর উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজের সকল মানুষের অর্থনৈতিক উন্নতি সাধনের পথ খুঁজে বের করতে হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। আমরা ইমাম, মুয়াজ্জিন,খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করব। আমরা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেব। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবো, স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি এদেশের মানুষের অন্তরে রয়ে গেছেন। এই জাতি তার আবদানের কথা স্মরণ রাখবে। বেগম জিয়া নারী সমাজের শিক্ষা বিস্তারে অবদান রেখে গিয়েছেন। তিনিই ছাত্রীদের উপ বৃত্তির ব্যবস্থা করেছেন। এ দেশের গনতন্ত্র বিকশিত এবং সুদৃঢ় হয়েছে তার হাত ধরেই।
এসময় তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান। আমি জানি আপনারা আমাকে ভালবাসেন। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন হয়তো মহান আল্লাহ আপনাদের সেবা করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। এটি আমার বর্ধিত হায়াত। জীবনের বাকী সময়টুকু আপনাদেন খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। এটি করা উচিৎ নয়। সকল ধর্ম বর্ণের মানুষ আমাদের সমাজে বসবাস করে,আমরা এভাবেই বসবাস করতে চাই। বাংলাদেশ মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নাই। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এদেশে সবার নাগরিক অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান।
চকরিয়ার কাকারা শিবাতলী পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফি উল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন
