

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ক্যাম্পাসে তারা সংবাদ সম্মেলন করে আত্মহত্যায় প্ররোচনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। নিহত শিক্ষার্থীর নাম শুভ বৈরাগী। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী।
শনিবার (৩ জানুয়ারি) সকালে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শুভ বৈরাগীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামে। তিনি সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির সন্তান। বাবা–মা দুজনই আগেই মারা যাওয়ায় তিনি বোন ও ভগ্নিপতির সঙ্গে বসবাস করতেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় শুভ তাঁর আত্মহত্যার কারণ তুলে ধরেন।
সেখানে তিনি উল্লেখ করেন, "গোপালগঞ্জের কোটালিপাড়ার এক তরুণীর সঙ্গে তাঁর দুই বছরের বেশি সময়ের সম্পর্ক ছিল। ৩১ ডিসেম্বর( ১ জানুয়ারী ওই তরুণীর জন্মদিন উপলক্ষে) তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে তিনি দাবি করেন।
ওই লেখায় শুভ অভিযোগ করেন, তাঁকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও ধারণ করতে বাধ্য করা হয়, যেখানে তাঁকে চোর হিসেবে স্বীকারোক্তি দিতে হয়। এর ফলে সামাজিকভাবে তিনি অপদস্থ হন বলে লেখায় উল্লেখ করেন।
শুভ আরও দাবি করেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তাঁর সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। লেখার শেষাংশে তিনি ওই তরুণী ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে আইনি ব্যবস্থার দাবি জানান।
এদিকে শুভ বৈরাগীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠীরা জানান, তিনি মেধাবী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিলেন। পরিবারের পক্ষ থেকে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
এদিকে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো.মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত প্রমুখ।
মন্তব্য করুন
