শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে, নেমেছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে এই তাপমাত্রা নথিভুক্ত করা হয়।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আগের দিনের তুলনায় মাত্র একদিনেই তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় এ মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে পারদ। সকালজুড়ে ঘন কুয়াশায় ঢাকা থাকলেও এ সময় কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে জানায়, আজও দেশের বড় একটি অংশ কুয়াশার বেল্টের মধ্যে রয়েছে। অনেক এলাকায় দুপুরের আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম।

বিডব্লিউওটির মতে, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দুপুরের আগেই আকাশ পরিষ্কার হতে পারে। তবে বরিশাল, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি এলাকায় সারাদিন কুয়াশার প্রভাব থাকতে পারে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি মাত্রার (৮-১০ থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র মাত্রার (৬-৮ থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির আশঙ্কা নেই। তবে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে।

এছাড়া জানুয়ারি মাসজুড়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যার ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X