

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকায় ছেলের ঘুষির আঘাতে বাবা ওমর বেপারীর (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে নজরুল ইসলাম (৪০)কে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার বাবা ওমর বেপারীর সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে বাবাকে বুকে কিল-ঘুষি দেওয়া শুরু করে। পরে বাবা ছেলেকে আঘাত করতে গেলে বাবার বুকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে ঘটনাস্থলেই ওমর বেপারী নিহত হন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত ওমর বেপারীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মোমিনুল ইসলাম বলেন, বাবা-ছেলের সাথে ঝগড়াঝাটি হয়েছিল। পরে বাবা ছেলেকে মারতে গেলে ছেলের কিল-ঘুষি আঘাতে কিছুক্ষণ পরে বাবা মারা যায়।
প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়া গেছে। ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
