শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
expand
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আশিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০৫ জানুয়ারি) রাতে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের মহর ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাতে মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা মিরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে মৃতদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ব্যাপারে মৃতদেহের পরিবারের কোন অভিযোগ নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X