শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে নারীকে ধর্ষণ ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে (৪৪) ধর্ষণ ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলাটি করেন। এ ঘটনায় হাসান আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার হাসান আলী (৪৫) কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী তাঁর ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে একই গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী বিধবা। তার একটি ১০ বছরের ছেলে সন্তান আছে। জমি কেনা নিয়ে শাহীনদের সাথে আগে ঝামেলা ছিল। গত শনিবার রাতে ওই নারীর বাসায় দুইজন পুরুষ আসে। এরপর স্থানীয়রা তার বাড়িতে প্রবেশ করে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এসময় উৎসুক জনতা তাদের বাইরে নিয়ে এসে মারধর করে। ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এর আগেও ওই মহিলা অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়েন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ওই নারী বলেন, শাহীনের ভাইয়ের কাছ থেকে বাড়িসহ জমি কেনার পর থেকেই আমার পিছু লাগে সে। এখানে আসার পর থেকেই আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। বিভিন্ন সময় আমার কাছে টাকাও দাবি করেছে শাহীন। শনিবার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম। ওই দিন আমার বাড়িতে দুজন আত্মীয় আসে। কুকর্মের মিথ্যা অভিযোগ এনে আমার বাড়ির মধ্যে প্রবেশ করে আত্মীয়দের একটি কক্ষে আটকে রেখে আরেকটি কক্ষের মধ্যে নিয়ে আমাকে প্রথমে শাহীন ও পরে হাসান ধর্ষণ করে। পরে ঘরের বাইরে বের করে আত্মীয়দেরসহ আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। সেই ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X