শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাংলাদেশী যুবকের অনুপ্রবেশ, পতাকা বৈঠকে ফেরত দিলো বিএসএফ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম
অনুপ্রবেশকারী শাকিল আহমেদ
expand
অনুপ্রবেশকারী শাকিল আহমেদ

রতে অনুপ্রবেশের দায়ে শাকিল আহমেদ (২৪) নামের এক বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে শাকিল আহমেদ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আগরতলায় অবস্থান করছিলেন। এ সময় আগরতলা পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে পুলিশ শাকিলকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে সোমবার সকালে বিএসএফের লঙ্কামুড়া ক্যাম্প ও বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস বলেন, শাকিল আহমেদ বেশ কিছুদিন ধরে কাজের জন্য আগরতলায় অবস্থান করছিলেন। পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X