সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পীরগঞ্জে ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা
expand
ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার সম্মানিত ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তাছবীর হোসেন । সভায় ইমাম ও মোয়াজ্জিনদের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সহকারী রিটানিং অফিসার তাসবীর হোসেন বলেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ইমাম ও মোয়াজ্জিনগণ সমাজে নৈতিকতা ও সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আপনাদের মাধ্যমে মসজিদভিত্তিক প্রচার-প্রচারণা চালানো হলে গণভোট ও নির্বাচনে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।

এ সময় ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, গুজব এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ইমাম ও মোয়াজ্জিনগণ গণভোট ও নির্বাচনে জনগণকে সচেতন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X