সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড
expand
অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হালচাটি গ্রামের জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। একইসাথে বালুভর্তি একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও চারটি ব্যাটারিচালিতভ্যান জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী উপজেলার বিভিন্ন নদী, খাল, ঝোড়া থেকে অনুমোদিতভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। আজ কয়েকটিস্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। পরে বালুভর্তি একটি মাহিন্দ্র ট্যাফে ট্রাক্টর ও চারটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। এসময় বালু পরিবহনের দায়ে দুইজন চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জসিম উদ্দিনকে ২৫ দিন ও রাকিবুল ইসলামকে ৪৫ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার বাহিনীর সদস্যগণ।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X