সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কু‌ষ্টিয়ায় আমির হামজাসহ ২৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা, বা‌তিল ৬

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
আমির হামজা
expand
আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এরফলে জেলার চারটি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল ঘোষণা করেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপ‌স্থিত ছিলেন।

বাতিল হওয়াদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়ে‌ছে।

সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কু‌ষ্টিয়া-১(দৌলতপুর), কু‌ষ্টিয়া-২(মিরপুর-‌ভেড়ামারা) ও কু‌ষ্টিয়া-৪(কুমারখালী-‌খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের-‌জেএস‌ডি গিয়াস উদ্দিন। কু‌ষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কু‌ষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি নুরুল ইসলাম আনসার ও বাংলা‌দেশ সুপ্রীম পার্টির(বি.এস.পি) খাইরুল ইসলাম।

এছাড়া কুষ্টিয়া-৩ আ‌সনে জামায়াত মনোনীত মুফতি আমির হামজা ও বিএনপি মনোনীত প্রকৌশল জাকির হোসেন সরকারসহ সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কু‌ষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো.ইকবাল হোসেন জানান, কু‌ষ্টিয়ার ৪‌টি আসনে ৩৩ জন প্রার্থীর ম‌ধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে ম‌নোনয়ন বা‌তিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X