সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৬ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন: বৈধ ২৭, বাতিল ১৯

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
expand
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলার ছয়টি আসনে মোট ৭১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে ৪৬টি মনোনয়নপত্র দাখিল করা হলে যাচাই-বাছাই শেষে ২৭টি মনোনয়নপত্র বৈধ ও ১৯টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

আসনভিত্তিক হিসেবে

যশোর-১ আসনে দাখিলকৃত ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৩টি বাতিল ঘোষণা করা হয়। যশোর-২ আসনে ১০টি মনোনয়নপত্র দাখিলের বিপরীতে ৫টি বৈধ ও ৫টি বাতিল হয়। যশোর-৩ আসনে দাখিল হওয়া ৬টির মধ্যে ৫টি বৈধ ও ১টি বাতিল ঘোষণা করা হয়। যশোর-৪ আসনে ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৬টি বৈধ ও ৪টি বাতিল হয়। যশোর-৫ আসনে দাখিলকৃত ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৪টি বাতিল ঘোষণা করা হয়। যশোর-৬ আসনে ৫টি মনোনয়নপত্র দাখিলের পর ৩টি বৈধ ও ২টি বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আরও জানিয়েছে, নির্বাচন বিধিমালা অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X