সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সভা
expand
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলমসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের মো. সোহেল রানার ঋণ খেলাপি হওয়ার অভিযোগে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ সরকারের কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ ও জাতীয় পার্টির মো. ফজলুল হকের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রোববার (৪ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া)

এই আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী আব্দুল হাকিম ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী)

এই আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ আসনে দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমান এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর)

এই আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দলীয় মনোনয়ন না থাকলেও দলের নামে মনোনয়নপত্র দাখিল করায় জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল ইসলাম ছালামের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও একই কারণে স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিন শনিবার সিরাজগঞ্জ–১, ২ ও ৩ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আজ রোববার সাতজনসহ মোট বাতিল হলো ১৩ জনের মনোনয়ন। এতে বর্তমানে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X