সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা নেওয়া প্রতারক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
আটক প্রতারক
expand
আটক প্রতারক

র‌্যাব সদস্য পরিচয়ে কম্বল বিতরণের সহযোগিতার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মারুফ হোসেন (২৯)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বোগদামারী কৃষ্ণবাটি এলাকায়। বাবার নাম রফিকুল ইসলাম।

র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানি ও নারায়ণগঞ্জের র‌্যাব-১১ সদর কোম্পানির একটি যৌথ দল শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৪ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে ফোন করেন মারুফ। তিনি নিজেকে র‌্যাবের সদস্য পরিচয় দেন এবং জানান, র‌্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ জন্য তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। তিনি নুরুজ্জামানের কাছে টাকা চান।

নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর থেকে মারুফের নম্বরটি বন্ধ পান তিনি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুরুজ্জামানের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে র‌্যাব। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X