শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাস্তা খেতে বের হয়ে প্রাণ হারালেন দুই যুবক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
বাবুগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত
expand
বাবুগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালে ট্রাকচাপায় এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১২টায় রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝালকাঠিগামী মালবোঝাই একটি ট্র‍াক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। জুয়েলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়েছে চালক ও হেলপার। ট্রাকটি আমরা জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X