

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে প্রায় ৮ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যরাতের পর থেকেই নৌপথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে চ্যানেলের দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে করে নিরাপদ নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হবে—এমন সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মন্তব্য করুন
