

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সদস্য ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম সরদার পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে দাফন শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১১ দিকে ঢাকার একটি হাসপাতালে ব্রেন স্টোকের কারণে মারা যান বদরুল আলম সরদারের মা মনোয়ারা বেগম। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। পরে জেলা প্রশাসন তাকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেয়। পুলিশের একটি গাড়ীতে করে তাকে গ্রামের বাড়ি উপজেলার গুদা শিমুলিয়া এলাকায় জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক নাশতার মামলা রয়েছে।
মন্তব্য করুন
