শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
জানাজা
expand
জানাজা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সদস্য ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম সরদার পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে দাফন শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১১ দিকে ঢাকার একটি হাসপাতালে ব্রেন স্টোকের কারণে মারা যান বদরুল আলম সরদারের মা মনোয়ারা বেগম। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। পরে জেলা প্রশাসন তাকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেয়। পুলিশের একটি গাড়ীতে করে তাকে গ্রামের বাড়ি উপজেলার গুদা শিমুলিয়া এলাকায় জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদারের মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক নাশতার মামলা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X