শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হলফনামায় আয়-সম্পদের তথ্য প্রকাশ করলেন জোনায়েদ সাকী

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
জোনায়েদ সাকী
expand
জোনায়েদ সাকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।

হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকী তাঁর পেশা প্রকাশক হিসেবে উল্লেখ করেছেন। প্রকাশনা খাত থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়, তাঁর স্ত্রী পেশায় আলোকচিত্রী ও শিক্ষক। এ খাত থেকে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা।

আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকীর প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।

সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকীর নামে কোনো কৃষিজমি নেই। তবে তাঁর নামে ১১ একর অকৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি। তাঁর নিজ নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি নেই। হলফনামায় ব্যাংকে তাঁর ঋণ নেই বলে জানানো হয়েছে।

অন্যদিকে, তাঁর স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতক কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে, যার মোট মূল্য ২৮ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা।

হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকী ও তাঁর স্ত্রীর নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলমান নেই বলেও উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X