শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে শ্যামল চন্দ্র দেব গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
শ্যামল চন্দ্র দেব গ্রেফতার
expand
শ্যামল চন্দ্র দেব গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র দেব (৬৭)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাকে হবিগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার এসআই শাহনূরের নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মঘর ইউনিয়নের কালি বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্যামল চন্দ্র দেবকে গ্রেফতার করে।

তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বাসিন্দা এবং মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ খান জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শ্যামল চন্দ্র দেবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X