

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে সব বিদ্যালয়ে।
বই বিতরণকে ঘিরে সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহর ও শহরের বাইরের বিদ্যালয়ে ছিল শিক্ষার্থীদের ভিড়। শিক্ষকরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর চাহিদার প্রায় সব বই-ই পাওয়া গেছে বছর শুরুর আগেই। তাই অন্যান্য বছরের মতো বই-প্রাপ্তি নিয়ে কোন আশঙ্কা নেই শিক্ষার্থীদের। এবার প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩ টি ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪ লাখ ২৮ হাজার ১২১ টি বইয়ের চাহিদা ছিলো। এরইমধ্যে চাহিদার সব বই বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংরেজি ভার্সন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের বই-ও পাওয়া গেছে।
মন্তব্য করুন
