শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই দিয়ে শুরু প্রাথমিকের শিক্ষাবছর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
বছরের প্রথম দিনেই বই বিতরণ
expand
বছরের প্রথম দিনেই বই বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে সব বিদ্যালয়ে।

বই বিতরণকে ঘিরে সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহর ও শহরের বাইরের বিদ্যালয়ে ছিল শিক্ষার্থীদের ভিড়। শিক্ষকরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর চাহিদার প্রায় সব বই-ই পাওয়া গেছে বছর শুরুর আগেই। তাই অন্যান্য বছরের মতো বই-প্রাপ্তি নিয়ে কোন আশঙ্কা নেই শিক্ষার্থীদের। এবার প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩ টি ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪ লাখ ২৮ হাজার ১২১ টি বইয়ের চাহিদা ছিলো। এরইমধ্যে চাহিদার সব বই বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংরেজি ভার্সন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের বই-ও পাওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X