শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় আওয়ামী লীগের সভাপতিসহ দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
গ্রেপ্তার দুই নেতা
expand
গ্রেপ্তার দুই নেতা

ফরিদপুরের সালথা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০)।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে মো. ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. ইউনুছ মোল্যা বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে। ইউসুফ মাতুব্বর ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X