শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
কিশোরের মরদেহ উদ্ধার
expand
কিশোরের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মোঃ নিরব হোসেন (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের গোবিন্দপুর আখ খামারের ড্রেন/পানির ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরব হোসেন লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ নাসির মন্ডলের ছেলে।

বুধবার দুপুরের পর কোনো একসময় নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ক্যানেলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং এতে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X