

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অটো চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চরফ্যাশনে অটো মালিক ও চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চরফ্যাশন বাজার রোডের শরীফ পাড়ায় চরফ্যাশন উপজেলা ও পৌর অটো বোরাক মালিক সমিতি ও শ্রমিক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাশন পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম সাজি , সহ-সভাপতি আর এস মুকুল, উপজেলা শ্রমিকদলের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম স্বপন, হত্যার শিকার আবু বকর ছিদ্দিকের স্কুল পড়ুয়া ছোট ছেলে আল আমিন প্রমূখ।
বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অটো ড্রাইভার আবুবকর ছিদ্দিক(বলি) কে পাশ্ববর্তী উপজেলা লালমোহনের গজারিয়ায় আসা যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া করে নিয়ে একদল দুর্বৃত্ত পথিমধ্যে তাকে হত্যাকরে তার চালিত অটো বোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
আমরা এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। মানববন্ধনে কয়েকশ অটো বোরাক মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
