

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকা থেকে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে অপহরণ ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মাইক্রোবাসসহ মোট ৩টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, ভুয়া নম্বর প্লেট ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে সলেমানের মালিকানাধীন একটি হাইএক্স মাইক্রোবাস (ঢাকা-চ-৫৬-০৭৭২) ঢাকা থেকে শিবচরের শেখপুর আসছিল। গাড়িটি শিবচর পাড় হয়ে যাদুয়ারচর নামক স্থানে পৌঁছালে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে গাড়িটির গতিরোধ করে। জিজ্ঞাসাবাদের অজুহাতে তারা চালক মোসলেম ও মালিক সলেমানের মোবাইল ফোন কেড়ে নেয় এবং চোখ-হাত বেঁধে মারধর করে পাঁচ্চর এলাকায় ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয়।
ঘটনার পর সলেমান বাদী হয়ে শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত কুমিল্লা, সাভার ও কক্সবাজার থেকে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জেলা থেকে ডাকাতি হওয়া গাড়িগুলো উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতার কৃত ডাকাত দলের চার সদস্য হলো- গাইবান্ধা জেলার সুন্দর গঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মো.হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬),ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন বক্কর(৩০),নীলফামারী জেলার ডোমার উপজেলার আদর্শ গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন (২৩) ও ঢাকা জেলার সাভার উপজেলার কুড়গাঁও গ্রামের মাওদী হোসেনের ছেলে মো.সবুজ হোসেন (৩৪)।
মন্তব্য করুন
