শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক আসনে জাপার মনোনয়ন পেলেন দুই নেতা 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
বাঁয়ে গোলাম কিবরিয়া টিপু ও ইকবাল হোসেন তাপস
expand
বাঁয়ে গোলাম কিবরিয়া টিপু ও ইকবাল হোসেন তাপস

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)আসনে দুইজনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টি (জাপার) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু ও আর এক প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে এই মনোনয়ন দেওয়া হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তারা দুইজন সোমবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা প্রদান সম্পন্ন করেছেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, আমাকে গত ২৬ ডিসেম্বর রাতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্র। নিশ্চিত হওয়ার গতকাল মনোনয়ন পত্র দাখিল করেছি। যেহেতু গোলাম কিবরিয়া টিপু কারাগারে আছেন তাই আমাকে মনোনয়ন দাখিল করতে বলেছেন।

দুইজনকে মনোনয়ন দেওয়া ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত পার্টি থেকে একজনই নির্বাচন করবে। এটা একটি রাজনৈতিক কৌশল। তারপর ভিন্নমতের ব্যক্তি থাকতেই পারে।

অপর মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যক্তিগত সহকারী ফয়জুল বলেন, কেন্দ্র সাবেক এমপি গোলাম কিবরিয়া সাহেবকে মনোনয়ন দিয়েছে। আমরা সোমবার বিকালে তার মেয়েকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছে। আমাদের প্রার্থী কারাগারে আছেন তাই কেন্দ্র দুইজনকেই মনোনয়ন দিয়েছে। ভোট গ্রহণের আগে তিনি মুক্তি পাবেন। আমরা নির্বাচনের মাঠে রয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ভোটকেন্দ্র দখলসহ তিনটি মামলায় আসামী গোলাম কিবরিয়া টিপু।

উল্লেখ্য, ২০০৯, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মহাজোটের সমর্থনে বরিশাল-৩ আসনে টিপু জয়ী হন। তিনি বাবুগঞ্জের বাসিন্দা। এর আগের তিনটি নির্বাচনে (১৯৯১, ১৯৯৬ ও ২০০১) বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে ছিল বরিশাল-৩ আসন। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে টিপু জাপার একক প্রার্থী হয়ে হারেন।

২০১৪ সালের নির্বাচনে টিপুকে মহাজোটের সমর্থন দেওয়া হলেও ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট শেখ টিপু সুলতানের কাছে হারেন। ২০১৮ সালের নির্বাচনে ওয়ার্কার্স পার্টির শেখ টিপু নৌকা প্রতীকের প্রার্থী হলেও জাপার টিপুর কাছে হারেন। ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হন টিপু। সব নির্বাচনে তিনি লাঙ্গল প্রতীকে লড়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X