সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাস উল্টে পোশাক শ্রমিক নিহত, আহত ২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে সুমন মিয়া নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী হাইজাক মোড় এলাকায় ভরাডোবা টু ঘাটাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (২৫) তিনি ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের উথুরা গ্রামের শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কোনাবাহাইল থেকে আসা নিঝুরী গ্রীণ টেক্সটাইল কারখানার একটি শ্রমিকবাহী বাস উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী হাইজাক মোড় এলাকায় ভরাডোবা টু ঘাটাইল সড়কে চাকা পাঙচার হয়ে বাসটি উল্টে যায়।

এতে কারখানার ইউনিট তিনের কোয়ালিটি সেকশনের শ্রমিক সুমন মিয়াসহ অন্তত ২১ পোশাক শ্রমিক আহত হন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

শ্রমিকবাহী বাস দুর্ঘটনায় শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X